হলদিয়ায় নিয়ন্ত্রণহীন মোটরসাইকেলের বলি হলো এক পথচারী যুবক ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা;- হলদিয়ায় নিয়ন্ত্রণহীন মোটরসাইকেলের বলি হলো এক পথচারী যুবক । বিকেলে ঘটনাটি ঘটেছে হলদিয়ার দুর্গাচক থানা এলাকায় মিৎসুবিশি আবাসনের পাশে ।মৃত ব্যক্তির নাম সীমন্ত পাত্র (46)।কারখানার পাশে পূর্ব রামনগরে ।পেশায় রাজমিস্ত্রি ।
জানতে পারা যায় ,বিকেলে চা দোকানে চা খেয়ে মিৎসুবিশি রোড ধরে হাঁটতে থাকে । সেই সময় দুরন্ত গতিতে আসা এক মোটর বাইকনিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে । ঘটনাস্থলেই পথচারী রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে ।সঙ্গে সঙ্গে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ঘোষণা করে ।দুর্গাচক থানাও ঘটনাস্থলে এসে ঘাতক বাইকটিকে নিয়ে যায় ।বাইক আরোহী পলাতক । মৃত্যুর খবর পেয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *