কাশ্মীরে গেছে পরিজনেরা, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় উৎকণ্ঠে আত্মীয়রা।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- চলতি মাসের ১১ তারিখ মেদিনীপুর থেকে কাশ্মীর ঘুরতে গিয়েছিল ৫৯ জন পর্যটক! বুধবার রাতেই কাশ্মীর থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তাদের। তবে ভয়াবহ জঙ্গি হানার পর কাশ্মীরেই আটকে গিয়েছে ৫৯ জন যাত্রী নিয়ে পর্যটক বোঝাই বাস। ক্রমশ উৎকণ্ঠা বাড়ছে মেদিনীপুর শহরের মিয়াবাজার তালতলা বস্তিতে। গতকাল বিকেলের পর থেকে অধিকাংশ পর্যটক এরই পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ হয়নি, বলেই দাবি পরিবারের সদস্যদের। যদিও টুর অপারেটর টিমের গাইডের যোগাযোগ করা গিয়েছে। তিনি জানিয়েছেন, কাশ্মীরেই আটকে রয়েছেন তারা। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে খাওয়ার রসদ। কতক্ষণে কাশ্মীর ছাড়তে পারবেন তারা তা এখনো পর্যন্ত জানেন না পর্যটকরা। মেদিনীপুরে পর্যটকদের আত্মীয়দের মধ্যে বাড়ছে উৎকণ্ঠা। চোখের জল নিয়েই তাদের আশা দ্রুত বাড়ি ফিরে আসুক পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *