নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: – প্রতিবারের ন্যায় এবারেও গঙ্গারামপুরে ব্লকের নারায়ণপুরে অনুষ্ঠিত পীরের মেলা। পুজো ও মেলাকে ঘিরে এলাকায় গড়ে উঠেছে সম্প্রীতির নজির।এদিন পীরের মাজারে পুজো দিতে দূরদূরান্তের ভক্তরা ভিড় জমিয়েছে পীরপালের বখতিয়ার খিলজির মাজারে।
উল্লেখ্য,গঙ্গারামপুর ব্লকের পীরপালে অবস্থিত বিন বখতিয়ার খিলজির মাজার।প্রতিবছর বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার বখতিয়ার খিলজির মাজারের ফুল,বেলপাতা,দুধ,মুড়কি ও ঘোড়া দিয়ে পুজো দিয়ে থাকেন হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজন। সেইসঙ্গে প্রতি বৃহস্পতিবার এলাকায় বসে বিশাল মেলা। পাশাপাশি বৈশাখ মাসের তৃতীয় বৃহস্পতিবার মনসা পালা গানের আয়োজন করা হয়ে থাকে। আজ ছিল বৈশাখ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। তাই এদিন সকাল থেকে মাজারে পুজো দেন ভক্তরা।
Leave a Reply