নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের অন্তর্গত দলগাঁও চা বাগানে থেকে চিতা বাঘের শাবকের দেখা মিলায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। জানা গিয়েছে, এদিন কর্তব্যরত শ্রমিকরা দলগাঁও চা বাগানের 4 এস 2 সেকশনের মধ্যে একটি চিতাবাঘের শাবকটিকে দেখতে পান। এরপরই খবর দেওয়া হয় বনদপ্তরকে।খবর পেয়ে মাদারিহাট রেঞ্জের বন কর্মীরা ঘটনাস্থলে আসেন।এদিকে এই খবর চাউর হতেই চিতাবাঘের শাবকটিকে দেখতে প্রচুর মানুষ ভিড় করেন ওই এলাকায়। এদিকে চা বাগানের ভিতরে আচমকা চিতাবাঘের শাবকের দেখা মিলায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দলগাঁও চা বাগানে।
বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের অন্তর্গত দলগাঁও চা বাগানে থেকে চিতা বাঘের শাবকের দেখা মিলায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে।

Leave a Reply