ধুপগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- কখনো বাইসন আবার কখনো স্বয়ং গজরাজ, কখনো চুপিসারে চিতা বাঘের জনপদে আনাগোনা ,ছুটোছুটি যেন রোজকার ঘটনা হয়ে উঠেছে উত্তরের জলপাইগুড়ি জেলার বিভিন্ন বনাঞ্চল ঘেঁষা জনপদ গুলোতে, শুক্রবার আচমকাই মোরা ঘাট রেঞ্জের জঙ্গল থেকে একটি বুনো মোষ বেরিয়ে এসে গোধেয়ার কুঠি গ্রামে বেস কিছু সময় দাপিয়ে বেড়ায়।
এদিকে সাতসকালে কৃষি জমিতে বাইসন কে চড়তে দেখে আতঙ্ক ছড়িয়ে পরে গ্রাম জুড়ে।
পরিবেশ কর্মীদের দাবি ক্রমাগত গ্রিন করিডোর বৃদ্ধি পাওয়ায় বন্য প্রাণ এবং জনপদের মধ্যেকার দূরত্ব কমে আসছে।
উত্তরের লোকালয়ে বন্য প্রাণের ছুটোছুটি অব্যাহত।

Leave a Reply