নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। শুক্রবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে বোমা বিস্ফোরণের ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ঘটনা নিয়ে তৃণমূলের দিকে আঙ্গুল তুলেছে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী।
স্থানীয় সূত্রে খবর,গঙ্গারামপুর থানার নন্দনপুর রেলগেট সংলগ্ন এলাকার বাসিন্দা বিজয় মজুমদার। গত প্রায় আড়াই বছর আগে বিজয় বাবু মারা যান। স্বামীর মৃত্যুর পর ছোট মেয়েকে নিয়ে নন্দনপুরের বাড়ি ছেড়ে ঠ্যাঙাপাড়ায় যান বিজয় বাবুর স্ত্রী।তারপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বাড়িটি। এদিন দুপুর হতে পরিত্যক্ত বাড়িতে বিকট আওয়াজে কেঁপে ওঠে নন্দনপুর রেলগেট এলাকা।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।গরমের দুপুরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা। খবর পেয়ে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য,গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্রের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে ছুঁটে আসে। নামানো হয় রেফ ও কমব্যাট ফোর্স। পরে ঘটনাস্থলে পৌঁছায় বম্ব স্কয়াটের কর্মীরা। এরপর গোটা বাড়ি ঘিরে শুরু হয় জোড় চিরুনী তল্লাশি। পাশাপাশি ঘটনা স্থল থেকে পুলিশ নুমনা সংগ্রহ করে পুলিশ।
Leave a Reply