চোপড়া, নিজস্ব সংবাদদাতা:- শনিবার চোপড়া ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে ১০ নাম্বার পঞ্চায়েত সমিতির কংগ্রেস নেতৃত্বদের নিয়ে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই কর্মী সভায় দশ নম্বর পঞ্চায়েত সমিতিতে কংগ্রেসের সংগঠন, বুথ কনভেনারদের ভোটার লিস্ট দেওয়া এবং পহেলা মে কংগ্রেস নেতা আব্দুল হক এবং আমিজুদ্দিন উভয়ের স্মরণ সভা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় বলে জানান । এই কর্মী সভায় উপস্থিত ছিলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা অশোক রায়, চোপরা ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট মসিরুদ্দিন, চোপড়া ব্লক যুব কংগ্রেস প্রেসিডেন্ট মেহেবুব আলম , দাসপারা অঞ্চল কোনভেনার নাজিমুদ্দিন সহ একাধিক নেতৃত্বরারা। চলুন শুনেনি সভাশেষে চোপড়া ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট মসিরুদ্দিন এবং যুব কংগ্রেস প্রেসিডেন্ট মেহবুব আলম ঠিক কি বললেন।
শনিবার চোপড়া ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে ১০ নাম্বার পঞ্চায়েত সমিতির কংগ্রেস নেতৃত্বদের নিয়ে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply