নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান :বিগত বেশ কয়েক বছর ধরে এই সময় দক্ষিণ ভারতের চেন্নাই থেকে একটি দুষ্কৃতী দল দুর্গাপুরে এসে শহরের বিভিন্ন এলাকা থেকে কম্পিউটার, ল্যাপটপ ও দামী মোবাইল চুরি করে ফের চেন্নাই ফিরে যায়। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা দেখা গেল দুর্গাপুরে। অবশেষে কোক ওভেন থানার পুলিশের জালে ধরা পড়ে গেছে ওই দুষ্কৃতী দলের তিনজন। পুলিশ জানতে পারে ওই দলটি এখানে কাজ করার নাম করে লিলুয়া বাঁধ এলাকায় একটি ঘর ভাড়া করে থাকত। তাদের মধ্যে একজন বোবা সেজে বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের কাছে সাহায্য চাইত। সেই সময়ই সে দেখে নিত কোন কোন বাড়িতে ছাত্রছাত্রীরা কম্পিউটার, ল্যাপটপ ব্যবহার করে। সে ওই বাড়ি গুলি চিহ্নিত করে রাখত। তারপর মাঝরাতের পর দলের সঙ্গীরা বের হয়ে ওই সব বাড়ি থেকে কৌশলে কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফোন চুরি করে নিত। পুলিশের কাছে এই সব চুরির অভিযোগ আসতে থাকায় নড়েচড়ে ওঠে কোক ওভেন থানার পুলিশ। অবশেষে আসে এক বড় সাফল্য। তদন্তে নেমে রবিবার রাতে লিলুয়া বাঁধ এলাকায় ওই বাড়িতে হানা দেয় পুলিশ। গ্রেফতার করে হয়েছে তিন দুষ্কৃতিকে। সেখান থেকে ৩ টি ল্যাপটপ ৩৪ টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানতে পেরেছে এই দলটি প্রতি বছর চেন্নাই থেকে এসে দুর্গাপুরে এই ধরনের অপরাধ করে। চুরি করা কম্পিউটার ল্যাপটপ মোবাইল ফের চেন্নাইতে ফিরে গিয়ে সেখানে বিক্রি করত। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে ওই দুষ্কৃতী দল বাঁকুড়া,বিষ্ণুপুর এবং পূর্ব বর্ধমান এর বিভিন্ন এলাকায় চালাত। তাদের সঙ্গে আর কারা কারা যুক্ত আছে পুলিশ জেরা করে জানতে চেয়ে ওই তিন দুষ্কৃতী কে ১০ দিন পুলিশ রিমান্ড চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
কোক ওভেন থানার পুলিশের জালে ধরা পড়ল দুষ্কৃতী দলের তিনজন।

Leave a Reply