পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সুরক্ষার্থে এবং বিদ্যালয়ের পরিবেশ বজায় রাখতে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়,আর এই পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় বিষধর চন্দ্রবড়া সাপ উদ্ধার হয়, তৎক্ষণাৎ স্থানীয় এক সর্প প্রেমিকে ডেকে ওইসব উদ্ধার করা হয় বলে জানা গেছে, ইতিমধ্যেই উদ্ধার হওয়া ওই বিষধর সাপটিকে বনদপ্তর এর হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে, এই সম্বন্ধে বিদ্যালয় পরিচালন কমিটির সম্পাদক রামচন্দ্র পাল জানিয়েছেন এর আগেও পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় একাধিক বিষধর সাপ উদ্ধার হয় এবং তুলে দেওয়া হয় বনদপ্তরের হাতে।
চন্দ্রকোনারোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় বিষধর সাপ উদ্ধার,তুলে দেওয়া হলো বনদপ্তরের হাতে ।

Leave a Reply