জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- সময়ের সঙগে সঙ্গে বিশেষ করে কর্নার নর থেকে আমরা প্রায় সবাই ডিজিটালভাবে আরও সচেতন হয়ে উঠেছি। অনলাইন ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট ব্যবহার করতে বেশি পছন্দ আর অভ্যস্ত হয়ে গিয়েছি। তবে এর ফলে অনলাইন আর্থিক জালিয়াতি এবং ছদ্মবেশ ধারণ, ভিশিং, ফিশিং এবং পরিচয় চুরির মতো প্রতারণার ঝুঁকিতে পড়েছি। এই পরিস্থিতির শিকার না হতে হলে সচেতনতা বৃদ্ধিই সুরক্ষার একমাত্র উপায়।
সেই লক্ষ্যেই জলপাইগুড়ি সাইবার ক্রাইম ও ক্রেতা সুরক্ষা দফতর এবং কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে অভিনব এক উদ্যোগ নেওয়া হয়েছে। জলপাইগুড়ির ধূপগুরি ব্লকের গাদং হাইমাদ্রাসার ছাত্র – ছাত্রী এবং ধূপগুরী গার্লস কলেজের ছাত্রীদের সচেতনতামূলক বার্তা দেওয়া হল।
সাইবার অপরাধের নিয়ে বিভিন্ন বিষয়ে সচেতনতা ছিল, যেমন মোবাইল দুর্নীতি, অজানা কোনো ব্যক্তির সাথে ফোন বা ভিডিও কলে কথা বলা, ব্যক্তিগত ফটো ভিডিও কাউকে শেয়ার করা ফোনে O.T.P দেওয়া ইত্যাদি।
অন্যদিকে ছিল ক্রেতা সুরক্ষা নিয়ে বিভিন্ন বিষয়ে সচেতনতা। কারণ আজকাল অনেকেই বাজারে কিছু কিনতে গিয়ে ঠকে যায়, পাকা বিল দেয় না এই সমস্ত বিষয়ে সচেতনতা।
এদিন উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দফতরের আধিকারিক অভিষেক বেরা, সৌরদীপ সাহা ও সাইবার ক্রাইম আধিকারিক সাব ইন্সপেক্টর দীপ্ত বসাক এবং এএসআই শিউলি সরকার।
এই দিনের এই অনুষ্ঠানে ক্রেতাদের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং সাইবার অপরাধ বিষয়ের সচেতন করা হয়েছে। এমনটাই জানালেন অনুষ্ঠান উপস্থিত এক পড়ুয়া।
৪৭টি কনজিউমার ক্লাব সহ আরো বিভিন্ন জায়গায় এ ধরনের সচেতনতামূলক বার্তা দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন ক্রেতা সুরক্ষা দফতরের এক আধিকারিক।
সাইবার ক্রাইম ও ক্রেতা সুরক্ষা দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।
Leave a Reply