নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —ডাক্তার ছাড়াই চলছে চিকিৎসা মালদাহে হবিবপুর ব্লকের,ঋষিপুর প্রাথমিক সুস্বাস্থ্যকেন্দ্রে।নেই কোন ডাক্তার, নেই কোন বেড এমনই অবস্থায় চিকিৎসা চালাচ্ছেন একজন নার্স ও ফার্মাসিস্ট, রোগী আসলে তারাই করছেন চিকিৎসা ডাক্তারের দেখা নেই এমনটাই অভিযোগ এলাকাবাসী এই ক্ষোব প্রকাশ করে ঋষিপুর প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রের তালা বন্ধ করে বিক্ষোভ এলাকাবাসী।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ডাক্তার আসা কথা থাকলো সপ্তাহে একদিনও ডাক্তারের দেখা মেলে না বলে অভিযোগ। ডাক্তারের পরিবর্তে রোগী দেখছেন নার্স ও ফার্মাসিস্ট নেই কোন বেড ইমারজেন্সি রোগী আসলে বেঞ্চে শুয়ে চিকিৎসা চালানো হচ্ছে। এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে দায়িত্ব থাকা ডাক্তারকে সংবাদমাধ্যমিক জিজ্ঞাসা করলে কোন উত্তর দেবেন না বলে জানিয়েছেন, এ বিষয়ে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে বি এম ও এইচ কোন মন্তব্য করেনি। এ বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জেলা সি এম ও এচ সুদীপ্ত ভাদুড়ী ওই সুস্বাস্থ্য কেন্দ্রে যিনি দায়িত্ব রয়েছেন তিনি অসুস্থ রয়েছে বর্তমানে সেখানে এখন লিখিত ভাবে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
ডাক্তার ছাড়াই চলছে চিকিৎসা মালদাহে হবিবপুর ব্লকের,ঋষিপুর প্রাথমিক সুস্বাস্থ্যকেন্দ্রে, অভিযোগ এলাকাবাসীর।

Leave a Reply