নিজস্ব সংবাদদাতা, মালদা——বৈষ্ণবনগরে দুটি কবর স্থানের প্রাচীরের শিলান্যাস করলেন বৈষ্ণবনগর এর বিধায়ক চন্দনা সরকার। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, তৃণমূল নেতা মান্নান হোসেন, সঞ্জয় হালদার,সমাজসেবি হুমায়ূন শেখ ও এনারুল হকসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। জানা গিয়েছে, বীরনগর দুই গ্রাম পঞ্চায়েত এলাকার আজিমটোলা ও নাসির টোলা হাতিচাপা গ্রামের দুটি কবর স্থান উন্মুক্ত অবস্থায় ছিল। দীর্ঘদিন ধরেই এলাকার বাসিন্দারা ওই কবরস্থান দুটির প্রাচীরের জন্য বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েছিলেন। সম্প্রতি বিধায়ক চন্দনা সরকারের উদ্যোগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে কবরস্থান দুটির প্রাচীরের জন্য টাকা বরাদ্দ হয়
বৈষ্ণবনগরে দুটি কবর স্থানের প্রাচীরের শিলান্যাস করলেন বৈষ্ণবনগর এর বিধায়ক চন্দনা সরকার।

Leave a Reply