ভগবানগোলা, নিজস্ব সংবাদদাতাদের: — ভগবানগোলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় টোটো চালকদের উচ্ছেদকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। রেল কর্তৃপক্ষের দাবি, স্টেশনের উন্নয়নের জন্য এই উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। তবে দীর্ঘদিন ধরে স্টেশনের ন্যূনতম পরিকাঠামোগত উন্নয়ন না হওয়ায় স্থানীয় যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ভগবানগোলা রেলস্টেশন প্রায় কয়েক দশক ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। প্ল্যাটফর্মে ছাউনি না থাকায় রোদ, বৃষ্টি, ঝড়ের মধ্যে যাত্রীদের দাঁড়িয়ে ট্রেন ধরতে হয়। বহুবার দাবি জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনও স্থায়ী উন্নয়নমূলক কাজ হয়নি। এরই মধ্যে স্টেশন সংলগ্ন রাস্তায় দীর্ঘদিন ধরে যেসব টোটোচালক বসবাস ও যাত্রী পরিবহণ করে জীবিকা নির্বাহ করছিলেন, তাদের হঠাৎ করে উচ্ছেদের নোটিশ ধরিয়ে দেয় রেল কর্তৃপক্ষ।
আজ সোমবার বিকাল সাড়ে চারটা নাগাদ ভগবানগোলা রেলস্টেশনে এই উচ্ছেদ কার্যক্রমের প্রতিবাদে প্রবল বিক্ষোভ দেখা যায়। INC (ভারতীয় জাতীয় কংগ্রেস) দলের নেতৃত্বে টোটোচালক ও স্থানীয় বাসিন্দারা রেলের ঘেরা অংশ খুলে দেয়। তারা রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান তোলে এবং হুঁশিয়ারি দেয়, যদি দ্রুত রেলস্টেশনের পরিকাঠামোগত উন্নয়ন না হয়, তাহলে আগামী দিনে তারা ট্রেন অবরোধের মতো বড় কর্মসূচিতে নামতে বাধ্য হবে।
প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ ভগবানগোলা স্টেশন ব্যবহার করেন। অথচ, স্টেশনের রাস্তাঘাট ও প্ল্যাটফর্মের দুরবস্থার জন্য যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এখন টোটোচালকদের উচ্ছেদের ফলে পরিবহণ সমস্যা আরও বেড়ে দাঁড়িয়েছে।
এখন দেখার বিষয়, রেল কর্তৃপক্ষ এই অভিযোগ ও প্রতিবাদের কী উত্তর দেয় এবং বাস্তবে ভগবানগোলা রেলস্টেশনের উন্নয়ন কতদিনে হয়।
Leave a Reply