নিজস্ব সংবাদদাতা, মালদা—–মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীতে ব্যাপক দুর্নীতির অভিযোগে সরগরম মানিকচক। মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪৬ জন ছাত্রীর কন্যাশ্রী প্রকল্পের টাকাতে তছরুপের অভিযোগ উঠে উক্ত স্কুলের সহকারী প্রধান শিক্ষক তথা মানিকচক ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি সুনন্দ মজুমদারের বিরুদ্ধে।এই মর্মে মানিকচক ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয় ছাত্র-ছাত্রীদের তরফে। শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদা সফরের সময়ে কন্যাশ্রী বঞ্চিত ছাত্রীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে হকের টাকা দাবি করে।চলতি বছরের জানুয়ারি মাসে লিখিত অভিযোগ হলেও এখন পর্যন্ত ছাত্রছাত্রীরা হকের টাকা পাওয়া তো দূর অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থাই গ্রহণ হয়নি বলে অভিযোগ বঞ্চিত ছাত্রীদের। আজ সোমবার এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে কন্যাশ্রী বঞ্চিত ছাত্রীদের সঙ্গে দেখা করেন। প্রথমে ছাত্রীদের বাড়ি যান। তারপর বিদ্যালয়ে গিয়ে অফিসের দরজায় বসে পড়েন। হকের টাকা ফেরত এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে শাস্তির দাবি তুলে স্লোগান দিতে থাকেন। পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে আইনজীবীদের আইনিপরামর্শ নিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এস এফ আই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন,’মেয়েদের হকের কন্যাশ্রী প্রকল্পের টাকা চুরি করে পালিয়ে গেছে তৃণমূল নেতা তথা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।রাজ্য সরকারের জনমুখী প্রকল্প তৃণমূল নেতাদের চুরি করার জন্যই বানানো হয়েছে। ৪৬ জন ছাত্রীর টাকা মেরে পালিয়ে আছে অভিযুক্ত। অথচ প্রশাসন কিছুই করছে না। পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে আমরা আইনজীবীদের আইনি পরামর্শ অনুযায়ী হাইকোর্টে মামলা করবো।’
কন্যাশ্রী বঞ্চিত ছাত্রী পায়েল খাতুনের বক্তব্য,’আমাদের হকের টাকা সহকারি প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার চুরি করেছে। প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করছে না। আজ এসএফআই এর রাজ্য সম্পাদক এসেছিলেন। আমাদের সঙ্গে কথা বলেছেন। পাশে থাকবেন আশ্বাস দিয়েছেন।’
Leave a Reply