পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- আগামীকাল অর্থাৎ বুধবার উদ্বোধন হতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘাতে তৈরি হওয়া জগন্নাথ ধামের,উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইতিমধ্যেই পূজা অর্চনা শুরু হয়ে গিয়েছে, গতকাল অর্থাৎ সোমবার দিঘাতে চলে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজ অর্থাৎ মঙ্গলবার মন্দির ঘুরে দেখার পাশাপাশি পূজা অর্চনাতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী, সেখান থেকেই বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে কাঁথিতে সনাতনী সম্মেলনের আয়োজন করা হয়েছে তাতে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা সেই বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রশ্ন করা হলেন তিনি বলেন ধর্মীয় ব্যাপারে সবাই সব জায়গায় যোগ দিতে পারে। পাশাপাশি আগামী দিনের যে সুচি রয়েছে পুজো অর্চনার সেগুলি প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সমুদ্র সৈকত দিঘার জগন্নাথ ধাম থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply