বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- সারা ভারত আইনজীবী সমিতির সভাপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীদের ওপর আক্রমণের প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচি বালুরঘাটে। এদিন দুপুরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা আদালতের গেটে সারা ভারত আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
সারা ভারত আইনজীবী সমিতির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য শিবতোষ চ্যাটার্জি জানান, গত শুক্রবার সারা ভারত আইনজীবী সমিতির সভাপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীদের ওপর আক্রমণের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে এদিন অন্যান্য আদালতের পাশাপাশি বালুরঘাটে ও সমিতির সদস্যরা কালা দিবস পালন করে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়।
Leave a Reply