দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার পুলিশের বড়সড় সাফল্য পেলো।গোপন সূত্রের খবরের ভিত্তিতে, থানার পুলিশ হিলির বকশীগঞ্জ এলাকা থেকে ৯৩ কেজি ৪১০ গ্রাম গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে। ঘটনায় কথা জানা জানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে হিলির বকশীগঞ্জ এলাকায়। ঘটনায় সরাসরি যুক্ত থাকায় হাতেনাতে পুলিশের হাতে ধরা পড়েন কাঞ্চন হালদার নামে এক ভারতীয়। ধৃত ওই ব্যক্তির বাড়ি হিলি থানার ত্রিমোহিনীর চাপাহাট এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায়, ধৃত ঐ ব্যক্তি শিলিগুড়ি থেকে গাড়িতে করে আট বক্স গাজা নিয়ে আসেন হিলিতে । সে নিজে কেনে ও নিজেই বহন করে হিলিতে আনে। আরো জানা যায়, সেখান থেকে হাত বদলের মাধ্যমে বাংলাদেশে পাচার করা হতো । ডিমের কার্টুনের মধ্যে থেকে এই গাজা উদ্ধার করে হিলি থানার পুলিশ। উদ্ধারকৃত ৯৩ কেজি ৪১০ গ্রাম গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ছয় লক্ষ টাকা। পাশাপাশি ঘটনার উপর নজর রাখছে হিলি পুলিশ। এদিকে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ হিলিতে সাংবাদিক সম্মেলন করে জানান, ধৃত ঐ ব্যক্তিকে 12 দিনের পুলিশ কাসটিডির চাওয়া হবে, তদন্তের গভীরে পৌঁছানোর জন্য। পাশাপাশি কোন বড় চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখা হবে।
Leave a Reply