একুশে ফেব্রুয়ারি : শতাব্দী মজুমদার।।

0
932

উনিশশো বাহান্নর সেই
ফেব্রুয়ারির একুশ ,
গুলির শব্দে কাঁপলো মাটি
হওয়ায় মিশলো বারুদ।
ভাষা শহীদদের রক্তে লাল
আমার সোনার বাংলা।
আমার ভাষা আমার প্রাণ
মৃত্যুর মিছিলেও এই স্লোগান
ইতিহাস হয়ে থাকলো সেদিন
রক্তে রাঙা মহান একুশ।

চেয়েছিল তারা শুধু অধিকার
নিজ মাতৃভাষা রক্ষার,
আন্তর্জাতিক স্তরে স্বীকৃত হোক
আমাদের ভাষা বাংলা।
এই দাবি নিয়ে পথে নামতেই,
বিনিময়ে বুলেট বিধলো বুকে।
ঝাঁঝরা শরীর তবুও লড়াই
বাংলা ভাষা যেন না হারাই।

নিস্তেজ নীরব শহীদদের প্রাণ
বরকত রফিক সালাম।
জীবন দিয়ে রক্ষা হলো
বাংলাভাষার সম্মান।

🙏🙏🙏🙏🙏