পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বর্ধমান শহরের বিরহাটা থেকে কার্জন গেট পর্যন্ত প্রতিবাদ মিছিল।

0
173

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডলের গ্রেফতারে সরগম রাজ্য রাজনীতি। ইতিমধ্যে টেট দুর্নীতি কেলেঙ্কারিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে গ্রেফতার করেছে ইডি। গতকাল গরু পাচার কান্ডে সিবিআই গ্রেফতার করেছে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কে। অনুব্রত মন্ডলের গ্রেফতারের পরই আজ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই মর্মে আজ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বর্ধমান শহরের বিরহাটা থেকে কার্জন গেট পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয় এবং কার্জন গেটে সভা করা হয়। এই প্রতিবাদ মিছিল ও সভাতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অলোক কুমার মাঝি, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তনু কোনার, বর্ধমান পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাসবিহারী হালদার সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব