অনিরপেক্ষ কেন্দ্রীয় এজেন্সি গুলি, অপব্যবহার করছে কেন্দ্র , মহামিছিলে গর্জে উঠল তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব।

0
302

আবদুল হাই, বাঁকুড়াঃ কেন্দ্রীয় এজেন্সি গুলো যে দলদাসে পরিণত হয়েছে এই অভিযোগে বারবার করেছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। বিরোধী রাজনীতি দলের নেতাদের ই ডি সি বি আই পিছনে লাগিয়ে দিয়েছে কেন্দ্র সরকার তাদের রাজনৈতিক স্বার্থ চরিত্র করার জন্য এই অভিযোগে এবার উত্তাল হয়ে উঠল পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি।কেন্দ্রীয় এজেন্সি গুলোর নিরপেক্ষতা নিয়ে শুধু পশ্চিমবঙ্গে নয় দেশের অন্যান্য বহু রাজ্যে প্রশ্ন আছে,
এই একই অভিযোগ নিয়ে মাঠে নামলো তৃণমূল কংগ্রেসের ছাত্র যুব ।
সারা রাজ্য জুড়ে ইডি, সিবিআই এর একপেশে ভূমিকা তুলে ধরে ছাত্র যুব আন্দোলনে নামলো। ছাত্র যুব নেতাদের অভিযোগ বিরোধী নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকলেই তাদের অযথা হেনস্তা ও গ্রেফতার করা হচ্ছে অথচ এই রাজ্যের পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যেও বিজেপির অনেক নেতার বিরুদ্ধে দূর্নীতির থাকলেও তাদের গ্ৰেপ্তার তো দূরের কথা ডেকে এনে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে না।
আজ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এবং যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার ও কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষর দাবিতে প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। এদিনের মহামিছিলে পা মেলান ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্ত,চন্দন কুমার রক্ষিত, নিমাই মহন্ত, আতাউল হক, মোল্লা নাসের আলি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ কয়েক হাজার কর্মী সমর্থক।
এই মিছিল ও পথসভা থেকে আওয়াজ উঠে দেশের স্বার্থে ইডি ও সিবিআই নিরপেক্ষভাবে কাজ করুক কোন রাজনৈতিক দলের রঙ না দেখেই।