স্বাধীনতা দিবসের আগের দিন পথ দুর্ঘটনায় আহত দুই বিএসএফ জোয়ান, চাঞ্চল্য মাথাভাঙ্গায়

0
473

কোচবিহার, ১৪ আগস্টঃ স্বাধীনতা দিবসের প্রাক্কালে অর্থাৎ ৭৫ তম স্বাধীনতা দিবসের আগের দিন আজ মাথাভাঙা এক নাম্বার ব্লকের কোচবিহার-শিলিগুড়ি ১৬ নম্বর রাজ্য সড়কের পোঁচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চানন মোর সংলগ্ন পাকা রাস্তায় দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।এই দুর্ঘটনার জেরে গুরুতর ভাবে জখম হয় ২ বি এস এফ জয়ান।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকেলের পর কোচবিহার থেকে আসা একটি ট্রাক মাথাভাঙ্গার দিকে যাচ্ছিল, অপর দিক থেকে কোচবিহারের দিকে যাওয়া বিএসএফের সেই গাড়ি, হঠাৎ সেই সময় পঞ্চানন মোড়ে মুখোমুখি সংঘর্ষ হয় সেই দুই গাড়ির। এতে বিএসএফের গাড়িটি সামনের দিক দুমড়ে মুছরে যায়। বিএসএফের গাড়ির চালকসহ দুই জোয়ান গুরুতর জখম হয়।তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার খবর পেয়ে পঞ্চানন মরে যান মাথাভাঙ্গা থানার পুলিশ। এই দুর্ঘটনায় প্রথমে যানজট সৃষ্টি হয় পরে বিএসএফের গাড়ি টি উদ্ধার করে মাথাভাঙ্গা থানায় নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে ১৫৭ নম্বর ব্যাটালিয়ন বিএসএফের ২ জোওয়ান দুর্ঘটনায় আহত হন। এদের একজনের নাম বিজয় সিং বয়স ৪০, অপরজন রাকেশ তেওয়া রি বয়স ৫৩ । রাকেশ তেওয়ারির অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক কোচবিহার মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন।এই দুর্ঘটনার খবর পেয়ে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে আসেন ১৫৭ নাম্বার বিএসএফের ব্যাটেলিয়ন এর অন্যান্য সহকর্মীরা।