মা মনসার বিভিন্ন মূর্তির গায়ে হলুদ লাগিয়ে পুজোর শেষ প্রস্তুতি।

0
284

আবদুল হাই, বাঁকুড়া: বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মনসা একটি লোক উৎসব। এখানে দেবী মনসার পূজা প্রচলিত আছে। প্রাচীনকাল থেকে।শ্রাবণ মাসের সংক্রান্তির দিন থেকে শুরু হয় এই মনসা পূজো। এই মা মনসা পূজার প্রচলন রয়েছে। সর্পদংশনের হাত থেকে রক্ষা পেতে, সর্পদংশনের প্রতিকার পেতে, প্রজনন ও ঐশ্বর্যলাভের উদ্দেশ্যে তার পূজা করা হয়। মনসা ঘট স্থাপন করে পুজো করা হয়। মনসা নাগ-রাজ (সর্পরাজ) বাসুকীর ভগিনী এবং ঋষি জরৎকারুর (জগৎকারু) স্ত্রী। বুধবার দুপুর থেকে বাঁকুড়া শহরের পুরাতন রথতলা বাউরী পাড়া ষোল আনা এলাকায় কমিটির সদস্যরা চরম ব্যস্ততার মধ্যে মা মনসার বিভিন্ন মূর্তির গায়ে হলুদ লাগিয়ে পুজোর শেষ প্রস্তুতি সারলেন।