সাঁকরাইল ব্লকের রগড়া এলাকায় সাঁকরাইল থানার পুলিশের উদ্যোগে সিভিক ভলেন্টাইনদের প্রশিক্ষণ শিবির।

0
231

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- বৃহস্পতিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া এলাকায় সাঁকরাইল থানার ওসি খন্দকার সাইফুদ্দিন আহমেদের উদ্যোগে সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় ।ওই শিবিরে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। রগড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মরত সমস্ত সিভিক ভলেন্টিয়ার ওই প্রশিক্ষণ শিবিরে যোগদান করেন । সিভিক ভলেন্টিয়ারদের কিভাবে কাজ করতে হবে তা নিয়ে বিস্তারিতভাবে ওই প্রশিক্ষণ শিবিরে জানানো হয়। গ্রামে গ্রামে গিয়ে মানুষের পাশে গিয়ে তাদের কাজ করার নির্দেশ দেওয়া হয়। কোন মানুষ বিপদে পড়লে তাকে দ্রুত সহযোগিতা করার জন্য সিভিক ভলেন্টিয়ারদের জানানো হয়। যাতে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে গ্রামের বিভিন্ন অভাব অভিযোগের কথা গ্রামবাসীদের সাথে কথা বলে জানার জন্য জানানো হয়। কোথাও কোনো সমস্যা হলে বিষয়টি পুলিশ আধিকারিকদের জানানোর নির্দেশ দেওয়া হয়। ঝাড়গ্রাম জেলা জুড়ে দুয়ারে পুলিশ কর্মসূচি শুরু হয়েছে। তাই একেবারে প্রত্যন্ত গ্রামে গিয়ে যাতে সিভিক ভলেন্টিয়াররা মানুষের জন্য কাজ করতে পারে তার জন্য সিভিক ভলেন্টিয়ারদের বিস্তারিত ভাবে জানানো হয়। মানুষ যাতে পুলিশকে শত্রু না ভাবে ,যেন বন্ধু হিসেবে ভাবে সেই ভাবেই কাজ করার নির্দেশ দেওয়া হয়। সাঁকরাইল থানার ওসি খন্দকার সাইফুদ্দিন আহমেদ বলেন সাঁকরাইল ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কর্মরত সমস্ত সিভিক ভলেন্টিয়ার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে তারা ভালোভাবে কাজ করতে পারে সেই বিষয়গুলি তাদের বুঝিয়ে দেওয়ার জন্য এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন। তাই সাঁকরাইল ব্লকের প্ৰত্যন্ত গ্রামে গিয়ে সিভিক ভলেন্টিয়াররা কাজ করবেন বলে তিনি জানান।