নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- একদিকে পরিবার চালানো দুষ্কর হয়ে পড়েছে দিনমজুর পরিবারটির । অপরদিকে মেয়ের টিউমারের চিকিৎসার জন্য বড় অংকের টাকা কোথা থেকে আসবে সেই চিন্তা ঘুম উড়েছে নুরি দেবীর। এই পরিস্থিতিতে সরকারিভাবে অথবা অন্য কোনো সংগঠনের পক্ষ থেকে সাহায্য পেলে তবেই চিকিৎসা হতে পারে তার মেয়ের।আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের কোয়ার্টার লাইনের বৃদ্ধা নুরি খাড়িয়া ও তার দুই সন্তান নিয়ে মোট তিন সদস্যের পরিবার নুরি দেবীর। দিনমজুরের কাজের উপর চলে তার সংসার। জানা গিয়েছে, ২০১৯ সাল থেকে নুরি দেবীর মেয়ে সুস্মিতা খাড়িয়া সমস্যায় ভুগছে। আত্মীয়-স্বজনের সাহায্যে ডাক্তারের দ্বারস্থ হয় তারা। কিন্তু ডাক্তারি রিপোর্টে টিউমার ধরা পড়ায় আকাশ ভেঙে পড়ে তাদের মাথার উপর। শিলিগুড়ির চিকিৎসকরা জানিয়ে দেন বাইরে নিয়ে যেতে হবে। চিকিৎসার জন্য বর্তমানে প্রয়োজন প্রচুর টাকার। কিন্তু চিকিৎসার খরচ জোটাতে ভিটেমাটি বিক্রি করে পথে বসতে হবে পরিবারটিকে। তবুও দক্ষিণ ভারতে রোগীকে নিয়ে গিয়ে চিকিৎসা করার কথা ভাবছে পরিবারটি। এই পরিস্থিতিতে সরকারী এবং বেসরকারী ভাবে সাহায্যের আর্জি জানিয়েছে তারা। এদিন অসুস্থ সুস্মিতার মা নুরি খাড়িয়া বলেন, “তার স্বামী মারা গিয়েছেন অনেক দিন আগে। তিনি তাসাটি চা বাগানে কাজ করেন। তবে ২০১৯ সাল থেকে তার মে অসুস্থ হয়ে পড়েন।চিকিৎসকেরা জানান তার মেয়ের টিউমার রয়েছে। এরপর শিলিগুড়ির বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েও সুস্থ হননি।এবারে চিকিৎসার জন্য ভিনরাজ্যে নিয়ে যেতে চান মেয়েকে।তবে বাঁধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক পরিস্থিতি। এই কারণে মেয়েকে সুস্থ করে তুলতে সাহায্যের আর্জি জানিয়েছেন অসহায় নুরি খাড়িয়া।
Home উত্তর বাংলা আলিপুরদুয়ার অসুস্থ সন্তান, চিকিৎসার খরচ জোটাতে ভিটেমাটি বিক্রি করে পথে বসতে চলেছ পরিবার।