শাসকদলের জামানায় শাসক দলের ভাঙ্গন,ঘাসফুল ছেড়ে সিপিএমে যোগদান এগরায়।

0
218

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। আর সেই পঞ্চায়েত ভোটের আগে উচ্ছ্বসিত বিরোধী শিবির। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের অনুব্রত মন্ডলের গ্রেফতারের পর দল ভাঙ্গন অব্যাহত রাজ্যের শাসকদলের। বিরোধীরা ঘাসফুল শিবিরকে একইঞ্চিও জমি ছাড়তে নারাজ। পঞ্চায়েত ভোটের আগে সংগঠনকে শক্তিশালী করতে মরিয়া বিরোধী শিবির। ফের দল ভাঙ্গন অব্যাহত রাজ্যের শাসকদলের। এবার পূর্ব মেদিনীপুরে ঘাস ফুলের ভাঙন ধরাল সিপিএম। রবিবার এগরা ২ ব্লকের বাথুয়াড়ীতে এক সভায় তৃণমূল ছেড়ে কয়েকশো মানুষ সিপিএমে যোগদান করে। নবাগত কর্মী-সমর্থকদের দলীয় পতাকা তুলে দেন সিপিএমের এগরা-২ ব্লকের বালিঘাই এরিয়া কমিটির সদস্য নাসের হোসেন বেগ। তিনি জানিয়েছেন, এই দিন বাথুয়াড়ী ও বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থকেরা সিপিএমে যোগদান করে। আগামীদিনে এগরা ২ ব্লকের শয়ে শয়ে শাসকদলের নেতা-কর্মীরা সিপিএমে যোগদান করবেন। তাঁরা তৃণমূলের লাগামছাড়া দূর্নীতি ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়ে আমাদের দলে যোগদান করেন। রাজ্যে এখন তৃণমূলের বিকল্প হল বামফ্রন্ট।