বড়ঞাতে তৃণমূল দলীয় কার্যালয় দখলের অভিযোগ উঠল থানার ওসির বিরুদ্ধে।

0
180

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- মুর্শিদাবাদ জেলাতে সাংগঠনিক পরিবর্তন করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। জেলার বিভিন্ন জায়গার সাথে বড়ঞাতেও রদবদল করা হয়েছে। তবে এবার থানার পুলিশ আধিকারিকের বিরুদ্ধে দলীয় কার্যালয় দখলের অভিযোগ উঠল। জানা গিয়েছে, বড়ঞা ব্লক তৃণমূল সভাপতি ছিলেন গোলাম মুর্শেদ জর্জ। তার নেতৃত্বে কুলি চৌরাশ্তা এলাকায় একটা বাড়ি ভাড়া নিয়ে দলীয় কার্যালয় পরিচালনা হত। গত চার মাস আগে ব্লক সভাপতি পদ থেকে সরানো হয় তাকে, সভাপতি করা হয় বড়ঞা বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে। তবে সম্প্রতি মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক পদে রদ বদল করা হয় ।

অভিযোগ উঠেছে, শনিবার সন্ধ্যায় বড়ঞা থানার ওসি সন্দিপ সেনের নেতৃত্বে তৃণমূলের দলীয় কার্যালয় তালা বন্ধ করে দেওয়া হয়। তৃণমূল দলীয় কার্যালয় ছেড়ে দেওয়ার জন্য প্রাক্তন ব্লক সভাপতি গোলাম মুর্শেদ জর্জ কে বলা হয়। আর তারপরেই উঠেছে প্রশ্ন। কি করে একজন থানার ওসি দলীয় কার্যালয় দখলের জন্য বলতে পারে। যা অভিযোগ করেছেন প্রাক্তন বড়ঞা ব্লক তৃণমূল সভাপতি গোলাম মুর্শেদ জর্জ। তবে অভিযোগ অস্বীকার করেছেন বড়ঞা বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। অন্যদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা দক্ষিণ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক কান্দি মহকুমা লালটু দাস বলেন পুলিশ এখন তৃণমূল নেতৃত্বে ভূমিকায় রয়েছে তাই তৃণমূল কংগ্রেসের নেতার মত তিনি দলীয় কার্যালয় দখল করতে গিয়েছিলেন। এবং এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সিপিআইএম বড়ঞা জোনাল কমিটির সম্পাদক মনোয়ার হোসেন। পাশাপাশি এই ঘটনায় বড়ঞা কংগ্রেস সভাপতি আজাদ মল্লিক বলেন আদি এবং নব্য তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনাটি ঘটেছে।