বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে মিটার খুলে নিয়ে আসার অভিযোগ তুলে বিক্ষোভ গ্রেটারের।

0
263

কোচবিহার, ২৩ আগস্টঃ বিদ্যুতের বিল না মেটানোয় বাড়ির বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে মিটার খুলে নিয়ে আসার অভিযোগ তুলে বিক্ষোভ গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের।এদিন কোচবিহার মরাপোরা সংলগ্ন বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ দেখান তারা। এদিন ওই আন্দোলনের নেতৃত্ব দেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কনভেনার গিরিজা শংকর রায়। তিনি ছাড়াও বহু কর্মী সমর্থক ওই বিক্ষোভে উপস্থিত ছিলেন।
জানা গেছে,২০১৪ সাল থেকে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কর্মী সমর্থকরা আন্দোলন করে আসছে চুক্তি ভিত্তিক কোচবিহারকে গ শ্রেনীর রাজ্য ঘোষণা না করা পর্যন্ত তারা বিদ্যুতের বিল দেবে না। দীর্ঘ সময় ধরে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কর্মী সমর্থকরা বিদ্যুতের বিল দেন না। এমত অবস্থায় গত ৫-৬ মাস আগে শুটকাবাড়ি এলাকার গ্রেটার সমর্থক ছকিমুদ্দিন মিয়াঁর বাড়ি গিয়ে বিদ্যুতের বিল না দেওয়ার অভিযোগে বাড়ির মিটার খুলে নিয়ে আসেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। তারপর গ্রেটার কর্মী সমর্থকরা বিদ্যুৎ দফতরে গিয়ে ফের নতুন করে সংযোগ দেওয়ার দাবি জানিয়ে আসেন। দাবী মত বিদ্যুৎ সংযোগ না দেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়ে যান। এরপর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় এদিন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের লোকজন একত্র হয়ে কোচবিহার মড়াপোড়া সংলগ্ন এলাকায় বিদ্যুত দপ্তরে এসে বিক্ষোভ দেখান। তাঁদের দাবী, যতক্ষন পর্যন্ত ছকিমুদ্দিন মিয়াঁর বাড়িতে বিদ্যুত সংযোগ দিয়ে মিটার না লাগানো হবে, ততক্ষন তারা এই আন্দোলন বা বিক্ষোভ চালিয়ে যাবেন বলে হুমকি দিয়েছেন।