নিজস্ব সংবাদদাতা, মালদা: সাপে কামড়ালে ঝাড় ফুক কিংবা ওঝার কাছে না গিয়ে সঠিক সময় নিকটবর্তী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিন। মূলত তা নিয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। জানা যায় বৃহস্পতিবার সকালে রোগী এবং রোগীর পরিজনদের এই নিয়ে সচেতন করেন সমাজ বন্ধু নিতাই হালদার। এদিন সকালে সমাজ বন্ধু নিতাই হালদার, সাপে কামড়ালে কি করবেন কি করবেন না, কোথায় যাবেন সহ বিভিন্ন বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগির পরিজনদের সচেতন করা হয়।