কোচবিহারে পার্কিং ফি নিয়ে পুরকর্মীর সাথে বচসা, মহিলাকে নিগ্রহ করার অভিযোগ।

0
271

কোচবিহার, ২৬ আগস্টঃ পুরসভার পার্কিং ফি আদায় নিয়ে কর্মীদের একাংশের বিরুদ্ধে জুলুমবাজির অভিযোগ আগে থেকেই উঠেছিল। এবার পার্কিং ফি নেওয়াকে কেন্দ্র করে এক মহিলাকে নিগ্রহ করার অভিযোগ উঠল কোচবিহার এক পুর কর্মীর বিরুদ্ধে।
এদিন কোচবিহার শহরের বিএস রোডে নার্সিং হোস্টেলের কাছে ওই ঘটনা ঘটেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ এতটাই চরমে ওঠে যে শেষ পর্যন্ত পুলিশকে এসে পরিস্থিতি সামাল দিতে হয়।
জানা গিয়েছে, এদিন একটি চার চাকার গাড়ি বিএস রোডে রেখে চিকিৎসা সংক্রান্ত কাজে যান এক দম্পতি। তাঁরা ফিরে আসলেই পার্কিং ফি বাবদ ৩০ টাকার রসিদ কাটেন কোচবিহার পুরসভার এক কর্মী। কিন্তু ওই দম্পতি গাড়ি রাখলে ফি দিতে হবে এমন কোন বোর্ড ওই স্থানে লাগানো নেই, তারপরেও কেন রসিদ কাটা হল,তা নিয়ে প্রশ্ন তোলেন। আর তা নিয়েই দুই পক্ষে মধ্যে বসচার সৃষ্টি হয়। বচসা চলার সময় ওই পুর কর্মী মহিলার গালে চর মারেন বলে অভিযোগ।