স্বর্ণদীপ চ্যারিটেবল ট্রাস্টের বর্ষপূর্তি উদযাপন ও স্বর্ণদীপ জাতীয় মাদার তেরেসা সম্মাননা প্রদান।

0
820

সব খবর ডেস্ক, নিজস্ব সংবাদদাতা: – কোলকাতা,সোনারপুরে গড়ে ওঠা সমাজসেবী সংগঠন ‘স্বর্ণদীপ চ্যারিটেবল ট্রাস্ট’ গতকাল মাদার তেরেসার ১১২ তম জন্মদিন ও স্বর্ণদীপ চ্যারিটেবল ট্রাস্ট-এর তিনবছর পূর্তি উপলক্ষে সোনারপুর সহ,রাজ্যের বিভিন্ন প্রান্ত যেমন,ঝাড়গ্রাম, মেদিনীপুর,বাঁকুড়া গরবেতা,নদীয়া
,সুন্দরবন , ঝড়খালি কুচবিহার, কৃষ্ণনগর, থেকে আগত সমাজবন্ধু,সাংবাদিক,সৈনিক ডক্টর দের স্বর্ণদীপ জাতীয় মাদার তেরেসা সম্মাননা দিয়ে তাদের সংবর্ধনা জানানো হল ট্রাস্টের পক্ষ থেকে।এছাড়
মরণোত্তর অঙ্গদান করেছেন 10 জন
এছাড়া ছোটো ছোটো শিশুদের নৃত্যানুষ্ঠান,সঙ্গীত পরিবেশন,কবিতাপ্রেমী মানুষদের কবিতা পাঠের মাধ্যমে সমাজবন্ধু দের মহামিলন উৎসব আলোকিত হয়েছিল।মঞ্চে উপবিষ্ট ছিলেন,সমাজের বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গরা।বিশেষ অতিথি রুপে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ পদ্মশ্রী প্রাপক কাজী মাসুম আফতার,অভিনেত্রী গার্গী ঘোষ,এছাড়াও উপস্থিত ছিলেন,কারগিল যুদ্ধে অবসরপ্রাপ্ত সৈনিক । স্বর্ণদীপ চ্যারিটেবল ট্রাস্ট-এর প্রতিষ্ঠাতা শ্রীকান্ত বধূক জানিয়েছেন,আজ থেকে তিনবছর আগে সোনারপুরে পিছিয়ে পড়া দুঃস্থ মানুষদের কথা ভেবে পথ চলা শুরু হয় স্বর্ণদীপের।প্রথম দিকে আমরা অন্ন,বস্ত্র বিতরনের মাধ্যমে সোনারপুর,সুন্দরবন,ও বাঁকুড়াসহ বিভিন্ন জায়গায় আমাদের সেবাকাজ করতে থাকি।তারপর দুঃস্থ মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির।এছাড়াও সুন্দরবন এলাকায় বিধবা মহিলাদের মাসিক ব্যাঘ বিধবা ভাতা দিয়ে তাদের স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে আমাদের সেবাকাজের পরিধি বাড়তে থাকে।প্রথম দিকে অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়েছে আমাদের প্রত্যেক কে।দুর্গম পথের দুর্যোগ রাতেও স্বর্ণদীপ সকল বাধা কে তুচ্ছ করে ছুটে চলেছে নিপীড়িত-পীড়িত মানুষের একমাত্র আশার প্রদীপ হয়ে।স্বর্ণদীপ শুধু একটি নাম নয়,স্বর্ণদীপ আজ মানুষের ভরসা ও আস্থা।স্বর্ণদীপের বর্ষপূর্তি অনুষ্ঠানে আমন্ত্রিত সকল অতিথি দের কাছে আমরা চির কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই আমাদের এতটা ভালোবেসে আপন করে নেওয়ার জন্য।