একবছর আগে কথা দিয়েছিলেন বিধায়ক ব্রিজ তৈরি করে দেবে, কিন্তু আজ ও হয় নি গ্রামে সেই ব্রিজ ।

0
333

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- একবছর আগে কথা দিয়েছিলেন বিধায়ক ব্রিজ তৈরি করে দিবে।কিন্তু আজ ও হয় নি গ্রামে সেই ব্রিজ ।গ্রামবাসীদের বোকা বানিয়েছেন কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায়। এবার আর বিধায়কের গাল ভরা প্রতিশ্রুতিতে আর কোন চিড়া ভিজবে না। এবার আমরা বিধায়কের মিথ্যা প্রতিশ্রুতির জবাব দিব পঞ্চায়েতের ভোট বাক্সে। আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বরুনা গ্রাম পঞ্চায়েতের মঙ্গলদহ গ্রামে শ্রীমতি নদীর উপর বেহাল সেতুর সামনে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন এলাকার গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি আজ থেকে এক বছর আগে কালিয়াগঞ্জের বিধায়ক যখন দলবদল করে বিজেপি থেকে তৃণমূলে গিয়েছেন তখন তিনি তড়িঘড়ি তাদের এই গ্রামে এসে চায়ের দোকানে বসে এবং ব্রিজের সামনে দাঁড়িয়ে গ্রামের মানুষকে কথা দিয়েছিলেন খুব শীঘ্রই তাদের বহুদিনের দাবি বেহাল সেতু মেরামত নয় সম্পূর্ণভাবে একটি সেতু তিনি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু আজ অবধি সেই পাকা সেতু তো দূরের কথা এই বেহাল সেতুরও কোন সংস্কার হয়নি। ফলে বাধ্য হয়ে গ্রামবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে যাচ্ছেন আজও বেহাল সেতুর উপর দিয়ে। গ্রামবাসীরা জানান এখন তারা বুঝে গেছেন কালিয়াগঞ্জ এর বিধায়ক সৌমেন রায় এখানে এসে গ্রামবাসীদের সামনে ফাঁকা প্রতিশ্রুতি শুধু দিয়ে গিয়েছেন কাজের কাজ কিছু করতে পারেননি। গ্রামবাসীরা কেউ বলেন তারা বহু কষ্টে থাকলেও বিধায়ক তাদের কোন খোঁজ খবর রাখেন না। উল্লেখ্য এই বেহাল সেতু এই মঙ্গলদীপ এলাকার একটি লাইফ লাইন। যে সেতুর উপর দিয়ে হাজার হাজার মানুষ।