বহু পূর্বেও প্রচলন ছিল, আজও তাল পিঠের বিশেষ উৎসব ঘরে ঘরে।

0
244

আবদুল হাই, বাঁকুড়াঃ তালের পিঠা দিয়ে হবে মা মনসার পূজো, এ প্রচলন আজকের নয় পূর্বে থেকেই হয়ে আসছে। যে কোন উৎসবই বাংলা তথা বাঙালির একটা বিশেষ ঐতিহ্য বহন করে যদিও উৎসবের রং চেহারা পূর্ব থেকে অনেকটাই আলাদা হয়ে গেছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আজো প্রাচীন ধারাকে ধরে রেখেছে বাঙালি।
আজ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর গ্রামে সকাল হতেই দেখা গেল ঘরে ঘরে। গৃহবধুরা স্নান সেরে তাল মারতে বসেছে। সেই তারের শাস দিয়েই হবে বিভিন্ন রকমের পিঠে। মা মনসার পূজো হবে তালের পিঠা দিয়ে এবং সেই পিঠা খেয়েই থাকবে বাড়িরর ছোট থেকে বড় প্রত্যেকেই।