নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ- গত ২৪ শে আগস্ট ঝাড়গ্রাম শহরে হাতির হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় একজন মহিলা সহ তিনজনের মৃত্যু হয়। আহত হয় দুইজন। আহত দুইজনের মধ্যে সনু ঘোষ নামে ২৫ বছর বয়সি এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে তার পরিবারের লোকেরা উড়িষ্যার কটকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে । খুবই দরিদ্র পরিবারের ছেলে ছিল সনু ঘোষ। তাকে বাঁচানোর জন্য তার পরিবারের লোকেদের পাশাপাশি এলাকার মানুষজন ঝাড়গ্রাম শহরে মানুষের কাছে সাহায্য চেয়েছিল ।বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। মঙ্গলবার সকালে অকালে চলে গেলেন সনু। ঝাড়গ্রাম শহর লাগুয়া কন্যাডোবা গ্রামে তার মৃত্যুর খবর পৌঁছলে তার পরিবারে ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। যার ফলে ঝাড়গ্রামে গত ২৪ আগস্ট এর হাতির হামলার ঘটনায় মৃতের সংখ্যা তিন থেকে এক বেড়ে হল চার। কটকের বেসরকারি হাসপাতালে বহু টাকা খরচ সত্ত্বেও স্থানীয় বাসিন্দা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় তার পরিবারের লোকেরা সনুকে সুস্থ করে তোলার জন্য ভর্তি করেছিল। কিন্তু তাকে সুস্থ করে তোলা সম্ভব হয়নি। তাই সনুর মৃত্যুতে গোটা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।