পোশাক পরিবর্তনের প্রতিবাদে পথে নামল কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাইস্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা।

0
225

কোচবিহার, ১ সেপ্টেম্বরঃ পোশাক পরিবর্তনের প্রতিবাদে বৃষ্টিকে উপেক্ষা করে বৃহস্পতিবার আন্দোলনে নামল কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাইস্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা। পাশাপাশি কোচবিহার শহর লাগোয়া রামভোল স্কুল বিক্ষোভ দেখিয়ে শহরের বিভিন্ন রাস্তায় মিছিল করেন। বৃষ্টির মধ্যেই ওই দুই স্কুলের ছাত্ররা এদিন স্কুলের সামনে জমায়েত হয়। সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ আন্দোলন করে তারা। এরপর বৃষ্টির মধ্যেই একটি বড় মিছিল বেরিয়ে শহরের বিভিন্ন অংশ পরিক্রমা করে কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের সামনে জমায়েত হয় ছাত্ররা। সেখানে দীর্ঘক্ষণ ধরে তারা বিক্ষোভ দেখায়। ছাত্রদের দাবি, তারা তাদের স্কুলের রঙের পোশাকেই থাকতে চান। তার পরিবর্তে অন্য কোনও রং তারা কোনভাবে মেনে নেবে না।
স্কুলের প্রাক্তনী অরূপ গুহ জানান, তাদের স্কুল ১০০ বছরে পদার্পণ করছে। তাদের ঐতিহ্যবাহী এই স্কুলের নাম দেশ-বিদেশের ছড়িয়ে রয়েছে। ফলে তারা কোনভাবেই তাদের স্কুলের পোশাকে রঙের পরিবর্তন চান না। সেই দাবিতেই আজকে তারা আন্দোলন করেছেন। এদিন আন্দোলন শেষে দাবি পূরণে জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে দাবিপত্র জমা দেন তারা। পাশাপাশি আগামী ৭ সেপ্টেম্বর বিষয়টি নিয়ে জেলাশাসকের দপ্তরেও দাবিপত্র জমা দেওয়া হবে বলেও স্কুল সূত্রে জানানো হয়েছে।