বেলপাহাড়িতে জলে ডুবে এক শিশুর মৃত্যু এলাকা জুড়ে শোকের ছায়া।

0
359

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ- বাড়ির পাশে ডোবার জলে পড়ে মৃত্যু হল এক শিশুর৷ বৃহস্পতিবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ী থানার পলাশবনি গ্রামে৷ পুলিশ জানিয়েছে মৃত এক বছর পাঁচ মাসের ওই শিশুর নাম আরিফ সর্দার। জানা গিয়েছে এদিন দুপুরে বাড়ির পাশেই খেলা করছিল শিশুটি। ওই সময় তার তাঁর মা বাড়ির কাজে ব্যাস্ত ছিলেন। বাড়ির পাশে শিশুটি হাঁটাহাঁটি করার সময় ডোবার পাশে চলে যায়৷ আর সেখানেই ডোবার জলে পড়ে গিয়ে তলিয়ে যায়। পরে ওই শিশুটিকে না দেখতে পেয়ে পাশাপাশি এলাকায় খোঁজাখুঁজি করলেও তার কোনও খোঁজ পাননি৷ এরপর বাড়ির পাশের ডোবাতে তল্লাশি চালানো হলে শিশু টি কে জলের তলায় পাওয়া যায়। স্থানীয় মানুষজনেরা শিশুটিকে উদ্ধার করে বেলপাহাড়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। বেলপাহাড়ি থানার পুলিশ শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। শুক্রবার ওই শিশুটির দেহ ময়নাতদন্তের পর তার পরিবারের হাতে পুলিশের পক্ষ থেকে তুলে দেওয়া উচিত। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।