রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে পালিত হয় ‘কবি মিলন উৎসব’।

0
390

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ১৩০১ বঙ্গাব্দের ১৮ই ভাদ্র নবীনচন্দ্র সেনের আমন্ত্রণে নদিয়ার রানাঘাটে এসেছিলেন যুবক রবীন্দ্রনাথ ঠাকুর। কবি নবীনচন্দ্র সেন সেই সময় রানাঘাটের মহকুমা শাসক ছিলেন। দুই কবির মিলনের সেই স্মৃতি আঁকড়ে প্রতি বছর রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে পালিত হয় ‘কবি মিলন উৎসব’।আজ ১৮ই ভাদ্র ৪ঠা সেপ্টেম্বর সেই ঐতিহাসিক দিন।আজ সকালে রানাঘাটের মহকুমা শাসকের বাংলোয় রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি নবীনচন্দ্র সেনের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানালো রানাঘাটের মহকুমা শাসক হারিস রশিদ। এদিন রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি নবীনচন্দ্র সেনের আবক্ষ মূর্তিতে মাল্য দানের মধ্যে দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। মহকুমা শাসকের পাশাপাশি দুই কবির মূর্তিতে মাল্যদান করেন রানাঘাট মহকুমা প্রশাসনের আধিকারিকবৃন্দ। ঐতিহাসিক ঐ দিনটির স্মরণে আয়োজিত হয় এক আলোচনা সভা।