অন-লাইনে লাখ লাখ টাকা প্রতারণ,দিল্লী পুলিশের জালে ২ যুবক।

0
274

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং :- অন-লাইনে সাধারণ মানুষের টুপি পরিয়ে লাখ লাখ টাকা প্রতারণা করার অভিযোগে দুই যুবক কে গ্রেফতার করলো দিল্লী পুলিশের বিশেষ একটি টীম।ধৃত দুজনের নাম রাকেশ চক্রবর্তী ও রাজেশ চ্যাটার্জী।ধৃতদের কাছ থেকে বেশকিছু ডেবিট কার্ড,ক্রেডিট কার্ড সহ বেশকিছু গুরুত্ব পূর্ণ নতীপত্র উদ্ধার করেছে দিল্লী পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার কাঁঠালবেড়িয়া এলাকায়। সোমবার ধৃতদের কে আলিপুর আদালতে তোলা হয়েছে।দিল্লী পুলিশ সেখান থেকে ট্রানজিট রিমান্ডে দিল্লীতে নিয়ে যায় ধৃতদের কে।পুলিশ সুত্রের খবর
রবিবার রাতে দিল্লী পুলিশের স্পেশাল গ্রুপের ছয় সদস্যের একটি পুলিশ টীম ক্যানিং থানায় আসে। সেখানে ক্যানিং থানা পুলিশের সহ যোগীতায় রাতেই অপারেশন শুরু করে বাসন্তী থানার কাঁঠালবেড়িয়া এলাকা। প্রতারণ চক্রে জড়িত থাকার অভিযোগে দুজন কে গ্রেফতার করে পুলিশ।