পরিষেবা শিকেয়,এলআইসি এজেন্টদের ধর্মঘট।

0
269

সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং : – জিএসটি চার্জ কমাতে হবে,৫ বছর পর্যন্ত এজেন্টদের চিকিৎসা বীমার সুযোগ,লোন ও অন্যান্য লেনদেনের ক্ষেত্রে সুদের হার কমানো,আইআরডিএআই প্রস্তাবিত এজেন্টদের কমিশনের হার পুনর্বিন্যাস এবং অন- লাইনে নতুন পলিসি বিক্রি ও ছাড়ের ঘোষণা বাতিল করতে হবে সহ মোট ১৮ দফা দাবী দাওয়া নিয়ে দেশের অন্যান্য প্রান্তের ন্যায় সোমবার এলআইসি এজেন্টদের বিভিন্ন শাখা সংগঠন ধর্মঘট শুরু করে মাঠে নামলো। এদিন ক্যানিং মহকুমার বিভিন্ন এলাকায় অবস্থিত এলআইসি অফিসের সামনে ধর্ণায় বসে ধর্মঘট পালন করেন এজেন্টরা। এজেন্টদের এই ধর্মঘটের ফলে প্রায় সমস্ত এলআইসি অফিসের কাজকর্ম শিকেয় উঠেছে।এজেন্ট পরশুরাম নাইয়,তপন গায়েন, অশোক সরদার,প্রদীপ সরকার,জীতেন্দ্র কুমার সা,ঝর্ণা পাত্র,রঞ্জন পাইক,শ্যামাশ্রী মন্ডল,সুস্মিতা হালদার,রবীন্দ্র নাথ মিস্ত্রী,সোমনাথ সরকারদের দাবী ‘সাধারণ গ্রাহক ও এজেন্টদের কথা ভেবে কর্তৃপক্ষ যদি দাবীপত্রের সমাধান না করেন,তাহলে আগামী দিনে এলআইসি কে স্তব্ধ করে দেবো আমরা। প্রয়োজনে আমরা পার্লামেন্ট পর্যন্ত যাবো।
অন্যদিকে এজেন্টদের ধর্মঘট প্রসঙ্গে ক্যানিং এলআইসি শাখা প্রবন্ধক সজল বটব্যাল কে জিঞ্জাসা করা হলে তিনি কোন প্রকার মন্তব্য করতে রাজী হননি।