কলকাতার লাহা বাড়ির দুর্গা পুজো।

    0
    298

    আর কয়দিন বাদে বাঙালির শ্রেষ্ট উত্সব দুর্গা পুজো। উত্তর কলকাতার বনেদি বাড়ি লাহা বাড়ির পুজোতেও দুর্গা আসেন শিবের কোলে চেপে। উত্তরের ঠনঠনিয়া কালীবাড়ির ঠিক বিপরীত ফুটে লাহা বাড়িতেও উমার শান্ত রূপ। একচালার প্রতিমায় শিবের কোলে বসে রয়েছেন দুর্গা। পাশে দুর্গার চার সন্তান রয়েছে। এই পুজোর ইতিহাস ২৩০ বছরের বেশি পুরনো। নবকৃষ্ণ লাহা না দুর্গাচরণ লাহা, কে এই পুজোর প্রবর্তক? লাহা বাড়ির পুজোর এই ইতিহাস নিয়ে যদিও বিস্তর বিতর্ক রয়েছে। বৈষ্ণব ধর্মাবলম্বী এই পরিবার মহিষাসুর বধকে হিংস্র মনে করে আসছেন, সেই কারণেই এই বনেদি বাড়িতে একচালার প্রতিমায় দেবী জগজ্জননী রূপে পূজিত হন। সেই পুজো দেখার জন্য মুখিয়ে আছে সাধারণ মানুষ।

    ।।সংগৃহীত : সংগৃহীত ইন্টারনেট।।