গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকে বিশেষ রিভিউ মিটিং করল ঝাড়গ্ৰাম জেলা প্রশাসন।

0
246

ঝাড়গ্রাম, নিজস্ব সংবাদদাতা:- ব্লক স্তরে সরকারের উন্নয়নমূলক কাজকর্মকে ত্বরান্বিত করতে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত ও ব্লক পর্যায়ের আধিকারিক এবং জনপ্রতিনিধিদের নিয়ে রিভিউ মিটিং করলেন ঝাড়গ্ৰাম জেলা প্রশাসনের আধিকারিকরা।

শনিবার ব্লকের অডিটোরিয়ামে বিডিও দেবজ্যোতি পাত্র এর উপস্থিতিতে জেলাশাসক সুনীল আগরওয়াল,এডিএম অবনতি পুনিয়া,ধীমান বড়াই,ডিপিআরডিও অনন্য জানা, মহকুমা শাসক বাবুলাল মাহাত গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত কর্মীদের কাছ থেকে এলাকার রাস্তা ঘাট থেকে শুরু করে পানীয় জল,আবাস যোজনার গৃহ নির্মানের অগ্রগতি বিষয়ে খোঁজখবর নেন। নির্দিষ্ট দিনের মধ্যে উন্নয়নমূলক কাজ শেষ করার নির্দেশ দেন। পাশাপাশি এদিন জেলাশাসক, ব্লকের বিএমওএইচ সীতানাথ হাঁসদাকে বিশেষ ভাবে নির্দেশ দেন ব্লকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু কিশোরদের ‘রুবেলা হাম’ ভাইরাস এর টিকাকরণ এবং করোনা ভ্যাকসিনেশন এর উপর জোর দেওয়ার জন্য। অন্যদিকে জেলা আধিকারিকরা ব্লকের গ্রামে গ্রামে সঠিক বর্জ ব্যবস্থাপনা করার পরামর্শ যেমন দেন তেমন ব্লকের ৯ টি ‘বাংলা সহায়তা কেন্দ্রে’ যাতে সাধারণ মানুষ এসে সহজে পরিষেবা নিতে পারেন তার জন্য সচেতনতা বৃদ্ধির কথা বলেন। কর্মসূচিতে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র জেলা আধিকারিকদের সামনে ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার সামগ্রী কাজকর্মের খতিয়ান তুলে ধরেন।