ঝাড়গ্ৰাম জেলা পুলিশের ‘দান’ মোবাইল এপ্লিকেশনে আবেদন করায় প্রয়োজনীয় রক্ত পেলেন হাসপাতালে ভর্তি প্রসুতি।

0
427

ঝাড়গ্ৰাম, নিজস্ব সংবাদদাতা:-” ঝাড়গ্ৰাম জেলা পুলিশের ‘দান’ মোবাইল এপ্লিকেশনে আবেদন করার কয়েকঘন্টার মধ্যে প্রয়োজনীয় রক্ত পেলেন গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি এক প্রসুতি মহিলা।বেলিয়াবেড়া থানার এক সিভিক ভল্যান্টিয়ার হাসপাতালে এসে মহিলার জন্য রক্ত দান করলেন। জানা গেছে শনিবার গোপীবল্লভপুরের বর্গি ডাঙ্গা এলাকার সাবিত্রী রানা (দাস)নামে এক মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা মহিলার সন্তান প্রসবের জন্য সিজার করতে হবে এই সিদ্ধান্ত নিয়ে  পরিবারের লোকজনকে জানান, মহিলার জন্য ২ ইউনিট A-  (A নেগেটিভ) গ্রুপের রক্ত প্রয়োজন হবে। কিন্তু ওই গ্রুপের রক্ত গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে না থাকায় সঙ্গে সঙ্গে মহিলার পরিবারের লোকজন ঝাড়গ্ৰাম জেলা পুলিশের ‘দান’ মোবাইল এপ্লিকেশনে আবেদন করেন।পরে সন্ধ্যা নাগাদ বেলিয়াবেড়া থানায় কর্মরত গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বড় আসনবনী গ্রামের দীনেশ বাগ নামে একজন সিভিক ভল্যান্টিয়ার গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এসে রক্তদান করেন। পাশাপাশি গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক প্রশাসনের সহায়তায় কমলাশোলের পুলিন সিং নামে আরও একজন যুবক রক্ত দান করায় এই মুহূর্তে প্রসুতির রক্তের প্রয়োজন মিটেছে।তবে পুলিশের মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে প্রয়োজনীয় রক্ত পেয়ে খুশি প্রসুতির পরিবার।
  উল্লেখ্য, মুমুর্ষ রোগীদের জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন মেটাতে ঝাড়গ্ৰাম জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা কয়েকদিন আগে ‘দান’ মোবাইল এপ্লিকেশন এর উদ্বোধন করেছেন। প্রথম থেকে পুলিশের এই উদ্যোগে মানুষ অনেকটাই উপকার পাচ্ছেন বলে জানা গেছে।