সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – গত ৭ জুলাই প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতিদের হাতে খুন হয়েছিলেন ক্যানিংয়ের তিনজন তৃণমূল কর্মী।ঘটনার পর পুলিশ কয়েকজন কে গ্রেফতার করে। পরে কেরলের কোঝিকোডে এলাকা থেকে খুনের অন্যতম পান্ডা রফিকুল কে গ্রেফতার করে।সেই খুনের ঘটনায় আবারও একজন অভিযুক্ত কে গ্রেফতার করলো পুলিশ। ধৃতের নাম ধৃতের নাম আবুল কাসেম শেখ।
পুলিশ সুত্রের খবর শনিবার রাতে ঘুটিয়ারি শরীফ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। গুলি করার পর ধারালো অস্ত্র দিয়ে নৃশংস ভাবে কুপিয়ে খুন করার কথা পুলিশের কাছে স্বীকার করেছে ধৃত কাসেম।এই ঘটনায় মূল অভিযুক্ত রফিকুল সর্দারকে কেরালা থেকে গ্রেফতার করে পুলিশ। সেখানে কাসেমও ছিলো। আগাম খবর পেয়ে পালিয়ে যায় সো।কেরালা থেকে পালিয়ে এসে ঘুঁটিয়ারীশরীফ এলাকায় গা ঢাকা দেয়।ক্যানিং থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে ঘুঁটিয়ারীশরীফ এলাকা থেকে কাসেম কে গ্রেফতার করে।ধৃত কে রবিবার আদালতে তোলা হয়েছে।