সুবর্ণজয়ন্তী বর্ষে পদার্পণ খাগড়াবাড়ি বুড়িরপাট ক্লাবের,সেই উপলক্ষে আয়োজিত হয় বৃক্ষরোপন কর্মসূচী।

0
424

মনিরুল হক, কোচবিহার: সুবর্ণ জয়ন্তী বর্ষের পদার্পণ করছে খাগড়াবাড়ি বুড়িরপাট ক্লাব ও ব্যায়ামাগার। এই দুর্গোৎসবকে সামনে রেখে বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ডের উদ্যোগ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। সেই সামাজিক উদ্যোগের অঙ্গ হিসেবে আজ পাড়ার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি নিল তারা। এবারের এই দুর্গা পূজার বিশেষ থিম থাকছে চোল রাজাদের তৈরি রাজপ্রাসাদের বিভিন্ন স্থাপত্য শৈলী। যা অনেকাংশেই দর্শনার্থীদের মন কাঁদবে বলে মনে করছেন ক্লাব কর্তারা এবারে পরিবেশবান্ধব বিভিন্ন সামগ্রী দিয়ে এই মন্ডপকে সাজিয়ে তোলা হবে। সেই সাথে আলোকসজ্জাও থাকছে বিখ্যাত চন্দননগরের। টাকা ব্যয় এবারের এই পুজো মণ্ডপ সেজে উঠতে চলেছে বিখ্যাত শিল্পীদের হাতে।

সুবর্ণজয়ন্তী বর্ষকে সামনে রেখে এবারে বিভিন্ন রকম বর্ষব্যাপী সামাজিক কর্মসূচি নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান শিবির, দুস্থদের বস্ত্রদান, এলাকায় নির্মল অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এই সুবর্ণ জয়ন্তী বর্ষকে সামনে রেখে। ৫০ তম বর্ষে পদার্পণ করায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া ক্লাব প্রাঙ্গনে গুটিগুটি পায়ে খাগড়াবাড়ি বুড়িরপাট ক্লাব ও ব্যয়ামাগার এবারে দৃঢ়তার সাথে তাদের এই সুবর্ণ জয়ন্তী বর্ষ পদার্পণ করছে।