পোস্টার বিতর্ক – ” পশ্চিম ও মধ্য সেবা গ্রামের নিখোঁজ পঞ্চায়েতের সেবা গ্রামের উন্নয়ন চাই “।

0
245

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- এবার পোস্টের বিতর্ক জলপাইগুড়িতে। জলপাইগুড়ি অরবিন্দ অঞ্চলের অন্তর্গত সেবাগ্রাম এর দুই RSP পঞ্চায়েতের নামে নিখোঁজ পোস্টার পড়লো, আজ সেবা গ্রাম। স্থানীয়দের অভিযোগ এলাকার কোন উন্নয়ন নেই, এমনকি পঞ্চায়েতে দেখা পর্যন্ত পাওয়া যায় না। তাই নানান সমস্যার সম্মুখীন হচ্ছে তারা। এ বিষয়ে এলাকার পঞ্চায়েত শংকরী ঘোষ কে প্রশ্ন করা হলে তিনি জানান এই পোস্টার দাওয়াতে তাদের ভালই হয়েছে এবং তিনি কার্যতা স্বীকারও করে নেন যে এলাকার কোনো কাজ হয়নি। তিনি অভিযোগ করেন তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা তথা রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের ইঞ্জিনিয়ারিং সেলের প্রধান ও জলপাইগুড়ি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক প্রীতম ঘোষ জানান যে পঞ্চায়েতের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এলাকার পঞ্চায়েত কাজের কোন প্রস্তাবই দেয় না। এলাকারই অনুন্নয়নের এই প্রতিবাদ সাধারণ মানুষের বহিঃপ্রকাশ বলে জানান তিনি। তিনি জানান যে বিগত দিনে পঞ্চায়েতের এই অনুন্নয়ন দেখে তারাই দায়িত্ব নিয়ে জেলা পরিষদ এবং অঞ্চল থেকে কিছু রাস্তা এবং ড্রেন এর কাজ করিয়েছেন । একই সাথে তিনি এলাকার পঞ্চায়েতের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন তার কাছে সমস্ত ডকুমেন্ট আছে কিন্তু এলাকার পঞ্চায়েত কি কাজের প্রস্তাব দিয়েছেন তা সকলের সামনে আনুন। রাজনীতির স্বার্থে এলাকার কোন উন্নয়ন না করে রাজ্যের বিভিন্ন প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করে চলেছেন সেই উন্নয়নযোগ্যের শামিল হবার আহ্বান জানান। তিনি স্থানীয় পঞ্চায়েত এর উদ্দেশ্যে বার্তা দেন যে যে কোন উন্নয়নমূলক কাজের তাদের সহযোগিতার দরকার হলে তৃণমূল কংগ্রেস পরিবার একত্রিত হয়ে সেই উন্নয়ন এর জন্য সর্বদা তাদের পাশে থাকবে এবং সেবা গ্রামে উন্নয়ন করবে। এবং তিনি সেবা গ্রামে জনসাধারণের কাছে সংবাদ মাধ্যমের মাধ্যমে জানান যে কারো কোন প্রয়োজনে যদি পঞ্চায়েত তাদের সহযোগিতা না করে তাহলে তাদের জানাতে । তিনি আশ্বস্ত করেন সেবা গ্রামের জনগনের পাশে তৃণমূল কংগ্রেস ছিল আছে এবং আগামীতেও থাকবে সকল প্রকার উন্নয়নমূলক কাজে।