কুলিক পক্ষী নিবাসে 2022 সালের পাখি গণনা শুরু হলো আজ ।

0
210

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- প্রতি বছরের মতো এ বছরও শরতের মাঝা মাঝিতেই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাসে পাখি গণনার কাজ শুরু হয়ে গেল। গণনা চলবে দুদিন ধরে ।বনদপ্তরের আহবানে প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যেমন উত্তরদিনাজপুর পিপল ফর অ্যানিম্যালস, রায়গঞ্জ পিপল ফর অ্যানিম্যালস, হিমালয়ান মাউন্টেইনিয়ারিং এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর সদস্যরা রায়গঞ্জ বন বিভাগের কর্মীদের সাথে গণনার কাজে অংশগ্রহণ করেছিল। উপস্থিত ছিলেন বিভাগীয় বনাধিকারীক কমল সরকার, কুলিক ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির বিট অফিসার বরুন সাহা মহাশয় ও রেঞ্জার প্রমিকা লামা , উত্তর দিনাজপুর পিপল ফর এনিমেলস এর সভাপতি সম্পাদক গৌতম তান্তিয়া , সদস্য দেবাশিস মুখার্জি, মাধবী চন্দ , অনুস চক্রবর্তী ও সৈকত সেনগুপ্ত , রায়গঞ্জ পিপল ফর এ্যানিমেলস এর অজয় সাহা, ভীম নারায়ণ মিত্র এবং HMTA এর সদস্যরা।
গতবছর গণনার সময় হালকা বৃষ্টিপাত হলেও এই বছরে গণনার পরিবেশ ছিল খুব সুন্দর। বনকর্মী এবং স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ছোট ছোট টিমে ভাগ হয়ে সকাল সাতটা থেকে প্রায় এগারোটা পর্যন্ত গণনার কাজ চালিয়ে যায়। গতবছর কুলিক পক্ষীনিবাসে 98739 টি পাখি এসেছিল । এবছর আশা করা যাচ্ছে যে পাখির সংখ্যা হয়ত আরও বৃদ্ধি পাবে।