দুই কলেজে সাড়ম্বরে পালিত হলো বিশ্বকর্মা পুজো।

0
437

সেখ ওলি মহম্মদ, দুবরাজপুরঃ- সারা দেশজুড়ে ধুমধামের সঙ্গে পালিত হয় বিশ্বকর্মা পুজো। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, রাজ্যের বাইরেও এই উৎসব ততটাই জনপ্রিয়। উৎসব প্রিয় বাঙালি অতীত কাল থেকে মেতে উঠেছে   বিশ্বকর্মা পুজোয়। আর কয়েক দিন বাদে বাঙালির শ্রেষ্ঠ শারদীয়া উৎসব। এ-বছর বাংলা জুড়ে উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ার মতো। গত বছর সেই ভাবে মানুষ মেতে উঠতে পারেনি। করোনার ভয়াবহ আবহ আজ আর নেই বললেই চলে। চারিদিক জুড়েই স্বাভাবিক জীবনের ছন্দ। উৎসব পাগল বাঙালির বারো মাসে যেমন তেরো পার্বন, তেমনই তেরো পার্বণের মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন নাম। ভিন্ন পার্বণকে বাঙালি আলাদা আলাদা নামে অভিহিত করেছে। তেমনই এক পার্বণ বিশ্বকর্মা পুজো। বর্তমানে প্রতিটি মানুষই কিছু না কিছু যন্ত্রপাতি ও যন্ত্রাংশ ব্যবহার করেন। কম্পিউটার থেকে গাড়ি, সবকিছুরই ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তাই বিশ্বকর্মা পুজোর দিনে যানবাহন ও সরঞ্জামের পুজো করে থাকেন অনেকে। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের বীরভূম ফার্মাসী স্কুলে বিশ্বকর্মা পুজো ধুমধাম সহকারে করা হল। এবারে তাঁদের পুজো পঞ্চম বর্ষে পদার্পণ করল। কিন্তু গত দুবছর করোনা অতিমারীর জন্য কম সংখ্যক সদস্য নিয়ে এই পুজো করা হয়েছে বলে জানা যায়।

অন্যদিকে খয়রাশোল ব্লকের খয়রাশোল আই.টি.আই কলেজে সাড়ম্বরে পালিত হলো বিশ্বকর্মা পুজো। এই পুজো উপলক্ষে সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হল। এদিন উপস্থিত ছিলেন খয়রাশোল আইটিআই কলেজের অধ্যক্ষ বিধান সরকার, কলেজ ইনচার্জ অপু রায়, শিক্ষক সুভাষ রুজ, শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয় এর লাইব্রেরিয়ান জগন্নাথ মুখার্জি সহ আরও অনেকে।