ফ্যাক্টারি লাইসেন্স, ইন্সুরেন্স, সুইড সহ বিভিন্ন বিষয়ের ওপর এক কর্মশালা অনুষ্ঠিত হলো মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে।

0
194

নিজস্ব সংবাদদাতা, মালদা: ফ্যাক্টারি লাইসেন্স, ইন্সুরেন্স, সুইড সহ বিভিন্ন বিষয়ের ওপর এক কর্মশালা অনুষ্ঠিত হলো মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে। জেলার শিল্পদ্যোগী, কোল্ডস্টোর এবং ইন্ডাস্ট্রিয়াল চেম্বার কমার্সের কর্মকর্তাদের নিয়ে আয়োজন করা হয়েছিল কর্মশালার। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ভূমি ও সমষ্টিকরণ শম্পা হাজরা, জেলা শিল্প কেন্দ্রের ম্যানেজার মানবেন্দ্র মন্ডল, শিল্পদ্যোগী তথা জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা সহ অন্যান্যরা। এই বিষয়ে জেলা শিল্প কেন্দ্রের ম্যানেজার মানবেন্দ্র মন্ডল জানান, ফ্যাক্টরির ইন্সুরেন্স, লাইসেন্স এবং জল ফ্যাক্টরির ক্ষেত্রে জল তোলার বিভিন্ন নিয়ম নিয়ে এই কর্মশালা। অন্যদিকে এই বিষয়ে জেলা ব্যবসায়ী নেতা তথা শিল্পদ্যোগী উজ্জ্বল সাহা জানান, মালদা জেলা প্রশাসনের উদ্যোগে প্রকৃত যারা শিল্পদ্যোগী তাদের নিয়ে আজকের এই কর্মশালা। যেখানে ফ্যাক্টরি লাইসেন্স, সুইড সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। রাজ্য এবং জেলার শিল্পের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে সিঙ্গেল উইন্ডো সিস্টেম সেই নীতির আওতায় নিয়ে এসে শিল্প উদ্যোগীদের উৎসাহিত করুক।