আলাদা রাজ্যের দাবিতে গ্রেটারের দুই গোষ্ঠীকে এক হওয়ার বার্তা দিল বংশীবদন বর্মন

0
350

কোচবিহার, ২০ সেপ্টেম্বরঃ শহিদ দুই গ্রেটার কর্মীকে স্মরণ করে সভা করল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। আজ কোচবিহার শহরের রাসমেলার মাঠে জমায়েত করে ওই সভা করা হয়। সভায় প্রধান বক্তা ছিলেন গ্রেটার নেতা তথা রাজবংশী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বংশীবদন বর্মণ।

সেখানে রাজ্য বংশী সম্প্রদায়ের মানুষের কথা ভেবে সকলকে এক হয়ে লড়াইয়ের ডাক দিতে গিয়ে বংশীবদন বাবু তার বক্তব্য দিতে গিয়ে বলেন,”আমাদের আর একটা অনন্ত মহারাজকে এই মঞ্চ থেকে বার্তা দিতে চাই, ৮০ শতাংশ রাজবংশী সম্প্রদায়ের মানুষের ভোট নিয়ে কোন রাজনৈতিক দল ছিনিমিনি করতে না পায়। তার জন্য আমাদের এই দুই গোষ্ঠীকে এক হওয়া দরকার। হে মহারাজ এই জাতির মাটি ও মানুষের স্বার্থে হয় তোমরা আমাদের ডাকো না, আমরা যাই, না হয় তোমরা আমাকে ডাকো, আমরা তোমার কাছে যাই। তাই আমাদের এই দুই গোষ্ঠীর দ্বন্দ্ব ভুলে গিয়ে তাড়াতাড়ি এক হয়ে দাঁড়াল হাঁটু ভেঙে দেওয়ার লোকও পালাবে, ধোঁকা দেওয়ার লোকও পালাবে।”
জানা গেছে, ২০০৫ সালের ২০ সেপ্টেম্বর ভারত ভুক্তি চুক্তি অনুসারে কোচবিহারকে ‘গ’ শ্রেনীর রাজ্য ঘোষণা করার দাবীতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে বিশাদু বর্মন ও চিত্ত বর্মন নামে দুই গ্রেটার কর্মী মৃত্যু হয়। গ্রেটারদের হামলার শিকার হয়ে মৃত্যু হয় ৩ জন পুলিশ কর্মীরও মৃত্যুর ঘটনাও ঘটে। ওই ঘটনাকে স্মরণ করে প্রত্যেক বছর ২০ সেপ্টেম্বর শহীদ দিবস পালন করে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। এদিনের সভা থেকেও ভারত ভুক্তি চুক্তি অনুসারে কোচবিহারকে ‘গ’ শ্রেনীর রাজ্য ঘোষণা করার দাবি তোলেন গ্রেটার নেতা বংশীবদন বর্মণ।