নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- রাজ্যে ১২২ জন কৃষক আত্মহত্যা করেছে, আর টি আই তথ্য বলে দাবী করলো কিষান মোর্চা। পাল্টা জবাব দিলেন তৃণমূল কৃষক নেতা দুলাল দেবনাথ।
বিজেপির কৃষক নেতারা ডুয়ার্স এর ফাইভ ষ্টার হোটেলে বিদেশি জল খেয়ে বৈঠক করেন, কিন্তু
মমতা ব্যানার্জী কৃষকদের জন্য যা করেছেন পৃথিবীতে তা কেউ করেনি, বললেন তৃণমূলের কৃষক নেতা দুলাল দেবনাথ।
বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার কিষান ও খেত মজুদুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা জলপাইগুড়ি জেলা পরিষদের সহ সভাধিপতি দুলাল দেবনাথ এমন ভাবেই কটাক্ষ করলেন লাটাগুড়িতে চলা বিজেপির কৃষক সংগঠনের দুদিন ব্যাপী বৈঠকের।
উল্লেখ্য, লাটাগুড়ির একটি বেসরকারী রিসোর্ট এ চলছে বিজেপির কিষান মোর্চার বিশেষ কর্মসূচি।
সেই কর্মসূচিতে আসা বিজেপির কৃষক নেতারা ইতিমধ্যেই দাবী করেছেন পশ্চিমবঙ্গে ১২২জন কৃষক আত্মহত্যা করেছে, যা একটি আর টি আই করে জানা গিয়েছে।
তবে বিজেপির কিষান মোর্চার এই তথ্যকে মিথ্যে বলে দাবী করে দুলাল বাবু বলেন।
মমতা ব্যানার্জ্জী পশ্চিমবঙ্গের কৃষক দের জন্য যা যা করেছেন, তা পৃথিবীতে কেউ করেনি।