দূর্গা পূজা কমিটির পথ অবরোধ লালগড় বাজারে

0
283

ঝাড়গ্রাম, নিজস্ব সংবাদদাতা: একদিকে যখন এসটির দাবিতে পথ অবরোধ করে আন্দোলন করছে কুড়মি সমাজ । ঠিক সেই সময় দূর্গা পূজা কমিটি লালগড় বাজারে পথ অবরোধ শুরু করেছে গতকাল সন্ধ্যা থেকে । যার জেরে বন্ধ হয়ে গেছে, লালগড় হয়ে রামগড় ও পিড়াকাটা যাওয়ার রাস্তা । গতকাল লালগড় সর্বজনীন দুর্গোৎসব কমিটি চার যুবককে জোর জুলুম করে গাড়ি থামিয়ে চাঁদা কাটার অভিযোগে গ্রেফতার করে লালগড় থানার পুলিশ লালগড় বাজার থেকে । গ্রেফতারের পর তাদেরকে শুক্রবার ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারেজ করে তাদের পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন । এই ঘটনার পরে পুজো কমিটি লালগড় গ্রামবাসীদের সঙ্গে বিকেলে বৈঠকে বসে । বৈঠকের পর লালগড় থানার পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পুজো বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে মার্কিং করা হয় লালগড় এলাকায় । তারপর বিকেল বেলায় লালগড় বাজারের এসআই চকের চারিদিকে বাঁশ দিয়ে ঘেরে মাঝে ত্রিপল বিছিয়ে পথ অবরোধ শুরু করে লালগড় সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা ও লালগড়ের বহু গ্রামবাসী । যার দরুন যান চলাচল বন্ধ হয়ে গেছে লালগড়ে । শনিবার সকালেও পথ অবরোধ জারি রয়েছে লালগড়ের এসআই চকে । পুজোর উদ্যোক্তারা জানান,” যতক্ষণ না পর্যন্ত ওই চারজন যুবক জেল থেকে মুক্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই পথ অবরোধ জারি থাকবে “।